কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনা-পুলিশের গাড়িতে আগুন
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছঠ আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের লেগুনায় আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছঠ আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এ সময় সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কঠোর অবস্থানে যায়।পুরো এলাকা বন্ধ করে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি থমথমে এখনও। শ্রমিকদের আন্দোলন চলাকালে একজন বহিরাগত দুটি যানবাহনে আগুন ধরিয়ে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।