বিএসইসির সহকারী পরিচালকের মরদেহ উদ্ধার

রোববার রাতে রাজধানীর পান্থপথ এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

বিএসইসির সহকারী পরিচালকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে রাজধানীর পান্থপথ এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

ঘটনাস্থল পরিদর্শন শেষে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে, আমরা তা তদন্ত করছি। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়া হচ্ছে। মেহেদীর অতীত ও বর্তমান সম্পর্কে জানা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে অধিকতর তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, নিহতের বাসায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর রাতেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন মেহেদী। ঢাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতেন তিনি। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom