কাওরানবাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

কাওরানবাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
কাওরানবাজারে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর কাওরানবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২২) এক যুবক নিহত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। নিহতকে নিয়ে আসা পথচারী মোঃ ইব্রাহিম জানান, কাওরানবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: