ওভারটেক করতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা, কলেজছাত্র নিহত

নেত্রকোনায় বাস ওভারটেক করতে গিয়ে শাকিল আহমেদ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন

 ওভারটেক করতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা, কলেজছাত্র নিহত
 ওভারটেক করতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা, কলেজছাত্র নিহত

প্রথম নিউজ, ডেস্ক : নেত্রকোনায় বাস ওভারটেক করতে গিয়ে শাকিল আহমেদ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) সকালে শহরের ছোটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাকিল আহমেদ সদর উপজেলার সিংহেরবাংলা গ্রামের আবেদ হাসানের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শাকিল ও তার বড়ভাই মেজর সোহাগ আহমেদ মোটরসাইকেলে পারলা বাসস্ট্যান্ডে যান। এরপর সোহাগকে বাসে তুলে দিয়ে শাকিল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় শহরের ছোটবাজার এলাকায় পৌঁছালে একটি নৈশকোচকে ওভারটেক করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খান। তখন রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা জেনারেল হাসপাতালে নিয়ে গেরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: