এশিয়ান স্টার অ্যাওয়ার্ড পেলেন মানসী প্রকৃতি

অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য এশিয়ান স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী মানসী প্রকৃতি

 এশিয়ান স্টার অ্যাওয়ার্ড পেলেন মানসী প্রকৃতি
 এশিয়ান স্টার অ্যাওয়ার্ড পেলেন মানসী প্রকৃতি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য এশিয়ান স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী মানসী প্রকৃতি। প্রখ্যাত সুরকার শেখ সাদি খানের হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান কবি শাহীন রেজার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার শেখ সাদি খান ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান, চিত্রপরিচালক ও পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চিত্রনায়িকা শাহানুর, কেয়াসহ আরও অনেকে।

অ্যাওয়ার্ড সম্পর্কে মানসী প্রকৃতি বলেন, অ্যাওয়ার্ড প্রতিটি শিল্পীর জন্যেই সম্মানের। অ্যাওয়ার্ড কাজের গতি ও কাজের প্রতি দায়িত্ব বাড়িয়ে দেয়। সবার কাছে দোয়া চাই যেন আরও ভালো কিছু কাজ সবাইকে উপহার দিতে পারি।

অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom