এবার পাল্টা মামলা ঠুকে দিলেন মরিনহো

এবার পাল্টা মামলা ঠুকে দিলেন মরিনহো

প্রথম নিউজ, খেলা ডেস্ক: বর্নবাদের অভিযোগে তুরস্কের ফুটবল ফেডারেশনের নিষেধাজ্ঞা ও জরিমানা পেতে হয় হোসে মরিনহোকে। সামনে ঝুলছে গালাতাসারে ক্লাবের মামলাও। এমন পরিস্থিতিতে উল্টো গালাতাসারের বিরুদ্ধেই মানহানির মামলা ঠুকেছেন ফেনেরবাচে কোচ।

এই বিতর্কে আগে থেকেই কোচের পাশে থাকার ঘোষণা দেয় ফেনারবাচে। শুক্রবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ব্যক্তিগত অধিকারের ওপর আঘাত করায় গালাতাসারে ক্লাবের বিরুদ্ধে ১৯ লাখ ৭ হাজার লিরা ‘নৈতিক ক্ষতিপূরণের’ মামলা করা হয়েছে। অর্থের অঙ্কটা একটু বিশেষ। এখানে আছে মরিনহোর চিয়ায়ত ছাপ। ফেনারবাচে ক্লাবটির প্রতিষ্ঠা হয় ১৯০৭ -এ। তাদের লোগোতেই সংখ্যাটি আছে। সেটির সঙ্গে মিল রেখেই ধার্য করা হয়েছে টাকার অঙ্কটি। যদিও এরপর আর কিছু বিস্তারিত জানায়নি ক্লাব কতৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সকেও মরিনহোর বিরুদ্ধে মামলার প্রসঙ্গ ছাড়া বেশি কিছু জানায়নি গালাতাসারে।

মূলত গত সোমবার থেকে তুরস্কের ফুটবলে মরিনহোকে নিয়ে আলোচনার ঝড় ওঠে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ফেনারবাচে ও গালাতাসারের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দুই ক্লাবের অনুরোধে ম্যাচটিতে বিদেশি রেফারি হিসেবে আনা হয় স্লোভানিয়ার স্লাভকো ভিনচিচকে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এক পর্যায়ে মরিনহো তার প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের ‘বানরের মতো লাফালাফি করছিল’ বলে মন্তব্য করে বসেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এর কড়া প্রতিক্রিয়া জানায় গালাতাসারে। বর্নবাদী এ মন্তব্যের দায়ে পর্তুগিজ এই কোচের বিরুদ্ধে ফৈজদারি কার্যক্রম শুরুর ঘোষণা দেয় ক্লাবটি। তখনই কোচের পাশে দাঁড়ায় ফেনারবাচে। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, মরিনহোর মন্ত্যবকে বিকৃত করা হয়েছে এবং ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ক্লাবটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানায় ফেনারবাচে। এর আগে বৃহস্পতিবার তুরস্কের ফুটবল ফেডারেশন মরিনহোকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে। একইসঙ্গে জরিমানা করা হয় ১৬ লাখ ১৭ হাজার লিরা। সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশনটি উল্লেখ করে, তুর্কি রেফারির প্রতি ‘অপমানজনক ও আক্রমণাত্মক’ মন্তব্যের জন্য এই শাস্তি দেয়া হয়েছে।