টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : অধরা জয় দেবে কী ধরা নাকি খালি হাতেই ফিরবেন টাইগাররা? এমন প্রশ্ন সামনে রেখে আজ বিকেল ৪টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।
এ ম্যাচ বাংলাদেশের নিয়মরক্ষার বলা হলেও দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে ৪-১ ব্যবধানে নাস্তানাবুদ করা অস্ট্রেলিয়াকে হারানোর দাবি রাখেছে আবেগী ক্রীড়ামোদিরা।
জয় পেলে বাংলাদেশ দলের জন্যও ভালো। দৈবক্রমে জিতে গেলে বাংলাদেশের নামের পাশে দুটি পয়েন্ট যোগ হবে। প্রাইজমানি কিছুটা বাড়বে। র্যাংকিংয়ে অবনমন ঠেকানো যাবে। আর হারলে পূর্ণ হবে ব্যর্থতার ষোলোকলা।
ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।