একজনের করোনা পজিটিভ, ঢাকায় খেলতে আসছে না মালয়েশিয়া
করোনা থাবা বসিয়েছে ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান হকি চ্যাম্পিয়শিপে
প্রথম নিউজ, ডেস্ক : করোনা থাবা বসিয়েছে ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান হকি চ্যাম্পিয়শিপে। এক খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ। যে কারণে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ থেকে পুরো দলকেই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মালয়েশিয়াকে বাদ দিয়ে নতুন সূচি তৈরি করা হয়েছে।
মালয়েশিয়া জাতীয় হকি দলের একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা পজিটিভ আসলে মালয়েশিয়ার নিয়ম হচ্ছে, পুরো দলকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে।
মূলতঃ এ নিয়মের কারণেই মালয়েশিয়া হকি দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মালয়েশিয়া গতকাল থেকেই আমাদের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলে আসছিল। কোয়ারেন্টাইন শেষ করে তারা আসলে আমরা যথাসময়ে টুর্নামেন্ট শেষ করতে পারবো না।’
‘তারা কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করার জন্য মালয়েশিয়ার রাজার কাছে আবেদন করেছিল। রাজা সে আবেদন প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি আমরা এশিয়ান হকি ফেডারেশনকে জানিয়েছি। মালয়েশিয়াকে বাদ দিয়ে নতুন সূচি তৈরি করে তারা টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিয়েছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: