উত্তরায় গুলিতে ৯ জন মারা যান

 উত্তরায় গুলিতে ৯ জন মারা যান

প্রথম নিউজ, ঢাকা : গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। থানায় থানায় হামলা হয়। এসব ঘটনায় পুলিশের গুলিতে উত্তরায় ৯ জন মারা গেছেন। আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩৫ জনের বেশি মানুষ।

মঙ্গলবার (৬ আগস্ট) উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক (প্রশাসন) নাজমুল হাসান জাগো নিজকে এ তথ্য নিশ্চিত করেন।

নাজমুল হাসান জানান, আমাদের হাসপাতালে গুলিবিদ্ধ ৯ জনের মরদেহ এসেছে। গুলিবিদ্ধ হয়ে আহত ৩৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন।

তিনি জানান, এ পর্যন্ত ৬ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছি। আরও তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি।