ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

এবারো ঈদের টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হচ্ছে।

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

প্রথম নিউজ, অনলাইন: আগামী ১৭ই জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে আজ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারো ঈদের টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হচ্ছে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সাড়ে ৩৩ হাজার। আজ যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসনের টিকিট দুপুর ২টায় বিক্রি করা হবে। 

কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ই জুনের টিকিট বিক্রি হবে ২রা জুন; ১৩ই জুনের টিকিট বিক্রি হবে ৩রা জুন; ১৪ই জুনের টিকিট বিক্রি হবে ৪ঠা জুন; ১৫ই জুনের টিকিট বিক্রি হবে ৫ই জুন; ১৬ই জুনের টিকিট বিক্রি হবে ৬ই জুন। একইভাবে ১০ থেকে ১৪ই জুন ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২০শে জুনের অগ্রিম টিকিট দেয়া হবে ১০ই জুন, ২১শে জুনের টিকিট দেয়া হবে ১১ই জুন, ২২শে জুনের টিকিট দেয়া হবে ১২ই জুন, ২৩শে জুনের টিকিট দেয়া হবে ১৩ই জুন এবং ২৪শে জুনের টিকিট দেয়া হবে ১৪ই জুন।