ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা ছেড়ে যাবে ৬৯টি ট্রেন

প্রথম নিউজ, অনলাইন: ঈদযাত্রার তৃতীয় দিনে বুধবার (২৬ মার্চ) ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৪৩টি আন্তঃনগর এবং ২৬টি মেইল ও কমিউটার ট্রেন ছাড়বে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন। এদিন ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে নিজের রুমে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মো. শাহাদাত হোসেন বলেন, আজ নির্ধারিত সময়েই সব ট্রেন ছেড়ে গেছে, শুধু তিতাস কমিউটার ট্রেনটি ৪৫ মিনিট দেরিতে যাত্রা শুরু করে। ট্রেনটি স্টেশনে আসতে দেরি করেছিল, তাই নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্ব হয়।