রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু
আজ রোববার দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর পল্লবী থানার বাউনিয়া হাজী মার্কেট এলাকায় গ্র্যান্ডিং মেশিন দিয়ে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩০) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমগীর হোসেনকে উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী আহাদুল ঢাকা পোস্টকে বলেন, পল্লবীর বাউনিয়া হাজী মার্কেট এলাকায় রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানায় জানিয়েছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews