ইসরাইলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
ইসরাইলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ফিলিস্তিনের জেনিন শহরের শরণার্থী শিবিরে ইসরাইলির সেনাদের গ্রেফতার অভিযানের সময় আইডিএফ সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি মিডিয়া। খবর হারেজের।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত একজন ১৭ বছর বয়সি যুবককের মৃত্যু এবং দুজন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

সেই সঙ্গে আরও চারজন ফিলিস্তিনিও আহত হয়েছেন বলে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কমান্ডো ব্রিগেডের আইডিএফের একজন সৈনিকও অপারেশন চলাকালীন কাঁধে আঘাত পেয়েছেন। যিনি মঙ্গলবার পাঁচজন ইসরাইলি হত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযানে ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের গ্রেফতারের জন্য বিভিন্ন দিক থেকে জেনিন শহরের শরণার্থী শিবিরে প্রবেশ করেছিল। তখন এই ঘটনা ঘটে। এতে তিন ফিলিস্তিনি নিহত হয় এবং বেশ কয়েক জন আহত হন।

শরণার্থী শিবিরের এক বাসিন্দা বলেন, ইসরাইলি সেনারা সন্দেহভাজন ফিলিস্তিনিদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের আটক করেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom