কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রী নিহত

কানাডায় সড়ক দুর্ঘটনায় নাদিয়া মজুমদার নামে বাংলাদেশি এক ছাত্রী প্রাণ হারিয়েছেন

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রী নিহত
কানাডার সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রী নিহত

প্রথম নিউজ, ডেস্ক : স্থানীয় সময় গত ১৯ অক্টোবর বেলা পৌনে ১২টার দিকে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ সড়কে সিগন্যাল পার হওয়ার সময় একটি মিনি ভ্যান তাকে আঘাত করে।

আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ১৭ বছর বয়সি  নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিলেন।

নিহতের বাবার নাম সুমন মজুমদার। তার বাড়ি সিলেটে। নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার বাদ জোহর টরন্টোর মসজিদ আল-আবেদীন ও ইসলামিক রিসার্চ সেন্টারে জানাজা শেষে মরহুমার লাশ রিচমন্ড মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom