ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক, তরুণীর ‘আত্মহত্যা’

আজ সোমবার সকালে উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক, তরুণীর ‘আত্মহত্যা’

প্রথম নিউজ, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করায় গ্যাস ট্যাবলেট খেয়ে মিম নামের এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার সকালে উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  মিম ওই গ্রামের আবদুল মালেকের মেয়ে এবং কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে পরিবারের সদস্যরা মিমের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেন। এ ক্ষোভে সোমবার ভোরে গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেন মিমের পরিবার। মিমের বাবা আবদুল মালেকের দাবি, সোমবার সকালে তার মেয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় মিম। প্রাথমিকভাবে ধারণা করছি, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom