ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া

এর আগে তারা হুঁশিয়ারি দিয়েছিল যে, এই গ্যাস সরবরাহ কমিয়ে দেয়া হবে অথবা একেবারেই বন্ধ করে দেয়া হতে পারে।

ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া
ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া

প্রথম নিউজ, ঢাকা : অবশেষে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। এর আগে তারা হুঁশিয়ারি দিয়েছিল যে, এই গ্যাস সরবরাহ কমিয়ে দেয়া হবে অথবা একেবারেই বন্ধ করে দেয়া হতে পারে। কিন্তু ১০ দিনের রক্ষণাবেক্ষণ শেষে সরবরাহ শুরু হয়েছে। তবে তা স্বাভাবিকের চেয়ে মাত্রায় কিছু কম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। রাশিয়া যদি ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আগামী সাত মাস ইউরোপের দেশগুলোকে শতকরা ১৫ ভাগের কম গ্যাসের ব্যবহার কমিয়ে আনার জন্য বুধবার আহ্বান জানায় ইউরোপিয়ান কমিশন। গত বছর ইউরোপে যে পরিমাণ গ্যাস ব্যবহার হয়েছে তার মধ্যে শতকরা ৪০ ভাগই সরবরাহ দিয়েছে রাশিয়া। এই মহাদেশে সবচেয়ে বেশি গ্যাস ২০২০ সালে আমদানি করেছে জার্মানি। কিন্তু তারা রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা শতকরা ৫৫ ভাগ থেকে ৩৫ ভাগ কমিয়ে এনেছে। কার্যত তারা রাশিয়ার গ্যাস ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে চায়।  রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আতঙ্কের পরিবেশকে শান্ত করার চেষ্টা করেছেন। বলেছেন, রাষ্ট্রীয় গ্যাস বিষয়ক প্রতিষ্ঠান গ্যাসপ্রোম চুক্তির বাধ্যবাধকতা পূর্ণ করবে। নর্ড স্ট্রিম ১ মেরামত কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার সকালের দিকে অপারেশন শুরু হয়েছে। এর মুখপাত্র বলেছেন, তারা সক্ষমতার মাত্র শতকরা ৪০ ভাগ গ্যাস সরবরাহ দিচ্ছেন।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom