আড়াইহাজারে স্ত্রী সন্তানকে এসিড নিক্ষেপ : অভিযোগের দায়েরের ৭ দিন পর থানায় মামলা রুজু
আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে থানায় মামলা দায়ের করা হয়। ভূক্তভোগির মা সাহেদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে শয়ন কক্ষের জানালায় ফাকে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপ করে ঘুমন্ত স্ত্রীর পা ও সন্তানের মুখ ঝলছে দিয়েছে পাষণ্ড এক পিতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রনায় ছটফট করছে স্ত্রী মোর্শেদা আক্তার এবং ছয় বছরের শিশু কন্য মারিয়া। ঘটনাটি উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী কাজীপাড়া গ্রামে গত ২৩ জুন ঘটলেও মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে থানায় মামলা দায়ের করা হয়। ভূক্তভোগির মা সাহেদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, মোর্শেদা আক্তারের প্রথম স্বামীকে তালাক দেয়ার পর তার একমাত্র শিশু কন্যা মারিয়াকে নিয়ে মা সাহেদা বেগমের সাথে বসবাস করছে। গত ৫ মাস আগে গোপালদী পৌরসভার গায়েনপাড়া এলাকার মৃত আনসর আলীর ছেলে খোকন মিয়া সাথে পারিবারিকভাবে মোর্শেদা আক্তারের বিয়ে হয়।
বিয়ের পর থেকে সন্তান তার নানার বাড়ি রেখে আসা নিয়ে মোর্শেদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গত মাস তিনেক আগে স্ত্রী মোর্শেদাকে বেধরক পিটিয়ে সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে মোর্শেদা তার কন্যা মারিয়াকে নিয়ে ফের মা-বাবার সাথে বসবাস করে আসছে।
গত ২৩ জুন রাত ৮ টার দিকে খোকন রাগের বশবতী হয়ে শয়ন কক্ষের জানালায় ফাকে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে তার স্ত্রী মোর্শেদার ডান পায়ের উরু ও ছয় বছরের শিশু সন্তান মারিয়ার মুখ ঝলছে যায়। এসিডের যন্ত্রনায় আর্তচিৎকার করলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনার তিন দিন পর ভূক্তভোগির মা সাহেদা বেগম বাদী হয়ে খোকন মিয়াকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের সাত দিন পর মঙ্গলবার সকালে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত খোকনকে গ্রেপ্তার করতে পারেনি।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ বলেন, এ ঘটনায় সোমবার মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।