আশুলিয়ায় পিকআপ ভ্যানে ৬২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩
র্যাব সদস্যরা ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৬২ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী কাওছার, রাসেল ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।

প্রথম নিউজ, অনলাইন : ঢাকার অদূরে আশুলিয়ায় র্যাব বুধবার ভোরে অভিযান চালিয়ে প্রায় ৬৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। র্যাব বলেছে, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাঁদের মধ্যে আছেন মো. কাওছার (৪০), রাসেল মিয়া (২৮) ও মেহেদী হাসান (২২)। র্যাব-৪–এর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বুধবার বিকেলে বলেন, ভোর সোয়া ৫টার দিকে র্যাব-৪–এর একটি দল আশুলিয়ার টঙ্গিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে। র্যাব সদস্যরা ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৬২ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী কাওছার, রাসেল ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দিনাজপুরের হিলি সীমান্ত থেকে গাঁজা এনে ধামরাই, সাভার ও আশুলিয়ার আশপাশের এলাকায় মাদকের ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews