আ’লীগ নেতাদের সিন্ডিকেটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: মির্জা ফখরুল
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সুপরিকল্পিতভাবে দেশের সম্পদ লুট করছে। লুণ্ঠিত সম্পদ তারা বিদেশে পাঠাচ্ছে। সেই বিদেশে পাঠানো নিয়ে এখন তুলকালাম অবস্থা বিশ্বজুড়ে।

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ নেতাদের সিন্ডিকেটে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাদের নেতারা সিন্ডিকেট করে নিজেদের ভাগ আদায় করে। ফলে সরকার কোনোভাবেই দ্রব্যমূল্য কমাতে পারবে না।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সুপরিকল্পিতভাবে দেশের সম্পদ লুট করছে। লুণ্ঠিত সম্পদ তারা বিদেশে পাঠাচ্ছে। সেই বিদেশে পাঠানো নিয়ে এখন তুলকালাম অবস্থা বিশ্বজুড়ে। তিনি বলেন, ‘শুধু নিত্যপণ্যের দাম কমালে হবে না। কথা বলা ও লেখার স্বাধীনতা দিতে হবে। ন্যায়বিচার করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের সেবক হতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, ‘ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দাবি আদায়ে আমাদের সকলকে রাজপথে নামতে হবে।’
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তৃতা করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews