আরমিনা খানের ছবি পোস্ট করায় চটেছেন তার স্বামী

মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) দলীয় টুইটার পেজে শিশুসন্তানসহ পাকিস্তানের অভিনেত্রী আরমিনা খানের ছবি পোস্ট করায় বেজায় চটেছেন তার স্বামী ফয়সাল রেজা খান।

আরমিনা খানের ছবি পোস্ট করায় চটেছেন তার স্বামী

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) দলীয় টুইটার পেজে শিশুসন্তানসহ পাকিস্তানের অভিনেত্রী আরমিনা খানের ছবি পোস্ট করায় বেজায় চটেছেন তার স্বামী ফয়সাল রেজা খান। তিনি তার স্ত্রী ও সন্তানের ছবি দলীয় পেজ থেকে দ্রুত মুছে ক্ষমা চাইতে বলেছেন। তার এ দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন পাকিস্তানি অভিনেতা ওসমান খালিদ বাটসহ অন্য শিল্পীরাও। খবর জিও নিউজের।

 আরমিনা খানের স্বামীর দাবি, এতে তারা ট্রলের শিকার হচ্ছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। এর আগে পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের একটি ভিডিও ভাইরাল হয়, যাতে তার দল বিব্রতকর অবস্থায় পড়ে। পিটিআইয়ের এক কর্মী ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর রাতারাতি ভাইরাল হয়ে যায়।