ডিএনসিসি মশা নিধনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে

গতকাল স্থানীয় সময় সকালে দক্ষিণ কোরিয়ার সিউলে মেট্রোপলিটন গভর্নমেন্টের ডেপুটি মেয়র কিম ইউ সিয়াংয়ের সঙ্গে সিটি ম্যানেজমেন্ট শীর্ষক এক বৈঠক শেষে ঢাকা ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা জানান।

ডিএনসিসি মশা নিধনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে

প্রথম নিউজ, অনলাইন: অত্যাধুনিক প্রযুক্তির ভেহিকল মাউন্টেন মেশিনের মাধ্যমে স্প্রে করে মশা নিয়ন্ত্রণে শতভাগ সফল হয়েছে দক্ষিণ কোরিয়ার সিউলের নগর সরকার। এবার সেই পদ্ধতিই কাজে লাগাতে চাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল স্থানীয় সময় সকালে দক্ষিণ কোরিয়ার সিউলে মেট্রোপলিটন গভর্নমেন্টের ডেপুটি মেয়র কিম ইউ সিয়াংয়ের সঙ্গে সিটি ম্যানেজমেন্ট শীর্ষক এক বৈঠক শেষে ঢাকা ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ৩০ বছর আগেও দক্ষিণ কোরিয়ায় প্রচুর মশা ছিল। কিন্তু তারা অটোমেশন ও ম্যাকানাইজ পদ্ধতির মাধ্যমে এটি মোকাবিলা করেছে। তখনো তারা ম্যানুয়াল পদ্ধতিতে স্প্রে করেনি। যেটি আমেরিকার মায়ামিতে দেখেছি এখানে এসেও একই পদ্ধতি দেখলাম। তারা যাই করছে সব ম্যাকানাইজ পদ্ধতিতে করছে। তারা বারবার বলছে ম্যাকানাইজ পদ্ধতির কথা, তাই আমরাও সে পদ্ধতি অনুসরণ করব। আমাদের মশক দমনে আরও পরিবর্তন আনতে হবে। এরই মধ্যে ২০টি আধুনিক ভেহিকল মাউন্টেন মেশিন আনার কথা জানান মেয়র। এটি লার্ভিসাইডিংয়ের কাজে ব্যবহৃত হবে।

মেয়র আরও বলেন, সুয়ারেজ লাইনকে তারা আন্ডারগ্রাউন্ড করে দিয়েছে। তারা বলছে, ময়লা পানির মধ্যে মশা বেশি জন্মে। অথচ খোলা সুয়ারেজ লাইনের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পয়ঃবর্জ্য লেকের পানিতে ফেলা বন্ধ করতে হবে আমাদের। এ সময় তিনি বলেন, সিউল সিটি কমিউনিটিকে সংযুক্ত করে মশা দমন করে সফল হয়েছে। সবাই একসঙ্গে কাজ করেছে তারা। মানুষকে সচেতন করছে। তাদের পদ্ধতি আমরা অনুসরণ করে ভালো ফল পেতে পারি। এই বৈঠকে কীভাবে অনলাইনে ট্রেড লাইসেন্স তারা বাস্তবায়ন করেছে ও সিউল সিটি কীভাবে ট্রাফিক ম্যানেজমেন্টে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসব বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার সিউল মেট্রোপলিটন গভর্নমেন্টের ডেপুটি মেয়র কিম ইউ সিয়াং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। ডিএনসিসি মেয়রের সিউল আগমনে ঢাকা ও সিউলের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও মনে করেন সিউল মেট্রোপলিটন গভর্নমেন্টের ডেপুটি মেয়র কিম ইউ সিয়াং।

প্রসঙ্গত, কোরিয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে নগর ব্যবস্থাপনা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম পাঁচ দিনের সফরে বর্তমানে দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থান করছেন।