আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি

আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি

প্রথম ‍নিউজ, খেলা ডেস্ক: দুই বছরের পিএসজি অধ্যায়ে কার্যত ইতি টানার পর আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে মূলত দুটি ক্লাবের নাম জোরেশোরে শোনা যাচ্ছিল। প্রথমত পুরনো ক্লাব বার্সেলোনা এবং সাম্প্রতিক সময়ে বেশি উচ্চারিত হওয়া সৌদি আরবের প্রো লীগের ক্লাব আল হিলাল। তবে সব গুঞ্জন থামিয়ে মেসি যোগ দিতে যাচ্ছেন দলবদল আলোচনায় সাইড লাইনে থাকা মেজর লীগ সকারের দল ইন্টার মিয়ামিতে। এমনটাই দাবি স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগের। মেসি আরেকটি মৌসুমের জন্য ইউরোপে থাকতে চেয়েছিলেন। বার্সেলোনায় ফেরার জন্য আগ্রহী ছিলেন।

কিন্তু লা লিগায় আর্থিক ফেয়ার প্লে সীমাবদ্ধতা আছে তা কাটিয়ে উঠে ভালো কোনো প্রস্তাব দিতে পারেনি বার্সেলোনা। তিনি আগামী বছরের জন্য একটি নিশ্চিয়তা চেয়েছিলেন, তাও দিতে পারেনি মেসির শৈশবের ক্লাব। ফলে ইন্টার মায়ামি ও আল-হিলালের মধ্যে যে কোনো একটি ক্লাবকে বেছে নিতে হতো তাকে। সৌদি আরবে চলে যাওয়ার পক্ষে বিপুল অঙ্কের অর্থের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু মেসি শেষ পর্যন্ত লাইফস্টাইলসহ বিভিন্ন কারণে ইন্টার মিয়ামিতে যাওয়াকে প্রাধান্য দিয়েছেন।

ফুটবলের বাইরেও বিস্তৃত বড় ব্র্যান্ডের সাথে চুক্তি আছে তার। মেসির স্ত্রী রোকুজ্জেও চেয়েছিলেন বার্সেলোনা না হলে মায়ামিতে চলে যেতে। মিয়ামিতে মেসি ইতিমধ্যেই একটি বাড়ির মালিক, যা ভাড়া দিয়ে রেখেছেন।