ভারতের বিপক্ষে ভালো খেলে নিউজিল্যান্ড
প্রথম নিউজ, ডেস্ক : মেলবোর্ন থেকে দুবাই- ছয় বছরে দুইটি ভিন্ন সংস্করণের টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে নিউজিল্যান্ডের। এর আগে ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও প্রতিবেশী দেশের সঙ্গে পেরে ওঠেনি কিউইরা।
যে কারণে ইদানীং নিউজিল্যান্ড দলের ‘অস্ট্রেলিয়া ভীতি’ খুব আলোচনায় এসেছে। তবে এই অস্ট্রেলিয়া ভীতিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। একইসঙ্গে বড় মঞ্চে অস্ট্রেলিয়ার জ্বলে ওঠারও প্রশংসা করেছেন তিনি।
স্থানীয় এক টিভি চ্যানেলে ইয়ান স্মিথের সঙ্গে আলোচনায় হেসন বলেন, ‘২০১৫ আর এবারের ফাইনাল- দুটোতেই আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছি। তবে তা অস্ট্রেলিয়া ভীতির কারণে নয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা ছয়-সাত বছর ধরে চ্যাপেল-হ্যাডলি ট্রফির অনেক ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছি এবং বেশিরভাগ সময় আমরাই সিরিজ জিতেছি। দ্বিপাক্ষিক সিরিজে আমরা ভালো খেললেও বৈশ্বিক টুর্নামেন্টের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা দুর্দান্ত পারফর্ম করে।’
প্রত্যেক দলেরই কিছু নির্দিষ্ট প্রতিপক্ষ থাকে, যাদের বিপক্ষে ঐ দল বরাবরই ভালো খেলে। এ বিষয়ে হেসনের ভাষ্য, ‘আমরা ভারতের বিপক্ষে ভালো খেলি। অস্ট্রেলিয়া আবার ভারতের বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। আমাদের সুইং বোলিং কীভাবে মোকাবিলা করতে হয়, ভারতের চেয়ে অস্ট্রেলিয়া এটা বেশি ভালো জানে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: