ব্রাজিলে ফুটবল টিম বাসে বোমা বিস্ফোরণ, আহত ৩
প্রথম নিউজ, ডেস্ক : ম্যাচ খেলতে যাওয়ার সময় ব্রাজিলের একটি ফুটবল দলের বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ দুর্ঘটনায় বাসে অবস্থানরত ফুটবলারদের মধ্যে তিনজন গুরুতর আহত হন।
তবে এ দুর্ঘটনার পরও ম্যাচটি খেলেছে বাহিয়া এবং ২-০ গোলের জয়ও পেয়েছে দলটি।
বৃহস্পতিবার রাতে ব্রাজিলের ফুটবল ক্লাব বাহিয়ার টিম বাসে ঘটেছে এ দুর্ঘটনা।
খবরটি নিশ্চিত করে বাহিয়া ক্লাব তাদের অফিসিয়াল টুইটারে দুর্ঘটনাকবলিত বাসের কয়েকটি ছবি পোস্ট করেছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, বোমার আঘাতে বাসের পেছনের জানালার কাঁচ ভেঙে গেছে। বাসের বেশ কয়েকটি সিট রক্তে ভরে গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: