আপনি সুষ্ঠু নির্বাচন দেন দেখেন বিএনপিকে কে ভোট দেয়: প্রধানমন্ত্রীকে সালাম
জামায়াতকে নিয়ে আ.লীগ যা করেছে আমরাও তাই করবো
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক আব্দুস সালাম বলেছেন, তত্তাবোধক সরকারের দাবিতে জামায়াতকে সাথে নিয়ে আওয়ামী লীগ আন্দোলনের নামে যা করেছে আমরাও তাই করবো।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণ মঞ্চের উদে্যাগে "আমি ভোট দিতে চাই" শির্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তাহলেই ভোটের অধিকার ফিরে পাওয়া যাবে। এছাড়া এই সরকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবেনা।
তিনি বলেন, এই লড়াই শুধু বিএনপির জন্য নয়। এই লড়াই দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপিকে কে ভোট দেবে। সেটাতো প্রধানমন্ত্রীর দেখার বিষয় নয়। কে ভোট দিবে তা দেখার জন্য আপনি সুষ্ঠু নির্বাচন দেন দেখবেন কে ভোট দেয়। বিএনপিকে যদি কেউ ভোট না দেয়। তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে সমস্যা কোথায়? তাহলেতো বিএনপিকে ভয় পাওয়ার কোন কারণ নাই। বিএনপিকে এত ভয় পান কেন?
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকার যদি না দেয়। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ যা করেছিল আমরাও তাই করব। আওয়ামী লীগ ও জামায়াত মিলে বিএনপি'র বিরুদ্ধে আন্দোলন করেছিল আমরাও তাই করব।
তিনি বলেন, আমাদের পরিষ্কার কথা। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। দেশের জনগণের ভোটের অধিকার বিশ্বাস করি। দেশের উন্নয়নের বিশ্বাস করি। দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করি। কিন্তু আজ গুটি কয়েকটা মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে এদেশের জনগণের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দেশের সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। আর তত্তাবোধক সরকার আনতে হলে আন্দোলন ছাড়া অন্য কোন রাস্তা নাই।
সংগঠনের সমন্বয়ক কে এম রকিবুল ইসলাম রিপন পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন─ শওকত আজিজ , মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, অধ্যক্ষ সেলিম মিয়া, আরিফা সুলতানা রুমা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews