লিটনকে রান করতে দেবে না পাকিস্তান

প্রথম নিউজ, অনলাইন:পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ বুধবার। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে খেলায় নিজেদের পরিবর্তিত ধরন নিয়ে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।
পাক অধিনায়ক ঘোষণা দিয়েছেন, তার দল আধুনিক ও আক্রমণাত্মক ক্রিকেটের ধারা অনুসরণ করবে। নির্ভীক কিন্তু বেপরোয়া খেলবে না। অর্থাৎ মারকুটে খেললেও অযাচিত, ভুল শট বা অসতর্ক খেলা খেলবেন না।
সালমান আগা বলেন, ‘আপনি যদি বিশ্বজুড়ে দেখেন, সবাই এখন এই আক্রমণাত্মক স্টাইলেই খেলছে। আমরাও আমাদের গড়ে তোলা আক্রমণাত্মক স্টাইলের সঙ্গে থাকবো এবং এটিকে দীর্ঘমেয়াদে বজায় রাখতে চাই।’
বাংলাদেশকে দক্ষ ও প্রতিযোগিতামূলক দল হিসেবে স্বীকৃতি দিয়ে সালমান বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বর্তমানে বাংলাদেশ দল খুবই দক্ষ।’
প্রতিপক্ষের মূল হুমকি কে, এমন প্রশ্নে ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে গুরুত্বপূর্ণ উইকেট হিসেবে দেখছেন তারা।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘লিটন দাস আমাদের জন্য একটি পুরস্কারস্বরূপ উইকেট হবে এবং আমরা নিশ্চিত করবো যেন সে (লিটন) বেশি রান করতে না পারে।’
বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান দলে বড় রদবদল এসেছে। নিউজিল্যান্ড সফরে অংশ নেওয়া দলের ৮ জনকে বাদ দেওয়া হয়েছে। মূলত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এই পরিবর্তনগুলো এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সালমান আগা বলেন, ‘শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় রেখে আমরা ২০ থেকে ২৫ জনের একটি মূল দল গঠন করতে চাই। এতে করে কেউ চোট পেলে আমরা সহজেই ব্যাকআপ পেতে পারব এবং বিশ্বকাপের জন্য আমাদের সেরা একাদশ প্রস্তুত রাখতে পারবো।’
‘আমরা বিশ্বকাপে সেরা একাদশ তৈরি করতে চাই। পাশাপাশি, ২০ থেকে ২৫ জনের একটি স্কোয়াড গড়ে তুলতে চাই যাতে করে কেউ ইনজুরিতে পড়লে সহজে বিকল্প খেলোয়াড় প্রস্তুত থাকে। আমরা খেলোয়াড়দের আন্তর্জাতিক ও পিএসএল ফর্ম বিবেচনায় রেখে দল নির্বাচন করেছি। আমার পরামর্শ অনুযায়ীই ফাইনাল একাদশ নির্ধারণ করা হয়েছে। হাসান নওয়াজ পিএসএলে মিডল অর্ডারে খুব ভালো খেলেছে, তাই আমি মনে করি না তাকে ওপেন করতে হবে’- যোগ করেন সালমান।
পরিসংখ্যানের দিক থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে। দুই দলের ১৯ বারের দেখায় পাকিস্তান জিতেছে ১৬টিতে, আর বাংলাদেশ মাত্র ৩টিতে।
তবে পরিসংখ্যান যাই হোক, পাকিস্তানকে হারিয়ে দেওয়ার শক্তি আছে বাংলাদেশের। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
লিটন বলেন, ‘আমাদের বিশ্বাস আছে, যেকোনো দলকে হারাতে পারবো। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা অতীতে কী ভালো করেছি বা খারাপ করেছি, সেগুলো চিন্তা করবো এবং সামনে কীভাবে খেলবো সেভাবে এগোনোর চেষ্টা করবো।’