বেঙ্গালুরুর নজির গড়ার ম্যাচে বিশ্বরেকর্ড কোহলির

 বেঙ্গালুরুর নজির গড়ার ম্যাচে বিশ্বরেকর্ড কোহলির

প্রথম নিউজ, অনলাইন:লক্ষ্য ২২৮ রানের। সবাইকে চমকে দিয়ে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এই বিশাল রানের লক্ষ্যও সহজেই তাড়া করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। গতকাল মঙ্গলবার আইপিএলের চলতি আসরে লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌকে ৬ উইকেটে (৮ বল হাতে রেখে) হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এতে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে বিরাট কোহলিদের দল।

আগামীকাল বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে।

মঙ্গলবার ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে নজির গড়েছে বেঙ্গালুরু। আইপিএলে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি তাড়া করে জয়ের রেকর্ড করেছে দলটি। একইসঙ্গে ২২৮ রানের লক্ষ্য টপকে আইপিএল ইতিহাসে রান তাড়ায় তৃতীয় বড় জয় পেয়েছে কোহলিরা।

বেঙ্গালুরুর রেকর্ডগড়া জয়ের ম্যাচে কোহলির অবদান ৩০ বলে ৫৪ রানের। নজরকাড়া ও বহুল প্রয়োজনীয় এই ইনিংস খেলে দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। ভারতের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ৯০০০ রান পূর্ণ করেছেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার।বিজ্ঞাপন

শুধু বেঙ্গালুরুর হয়েই এসব রান করেন কোহলি। কেননা এই তারকা আইপিএলে বেঙ্গালুরু ব্যতীত আর কোনো দলে খেলেননি। ২০০৮ সালে প্রথম আসর থেকেই বেঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি।

এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে এক দলের হয়ে ৯০০০ রান পূর্ণ করার বিশ্বরেকর্ড গড়েছেন কোহলি। এই রেকর্ডের ক্ষেত্রে কোহলির ধারেকাছে কেউ নেই। বিশ্বের কোনো ক্রিকেটার নির্দিষ্ট একটি দলের হয়ে ৭০০০ টি-টোয়েন্টি রানও করতে পারেনি।
এক দলের হয়ে কার কত রান-

মঙ্গলবারের হাফসেঞ্চুরির মাধ্যমে আইপিএলের চলতি আসরে ৬০০ রান পূর্ণ করেন কোহলি। এই মৌসুমে কোহলির রান এখনও পর্যন্ত ৬০২। আইপিএলের ইতিহাসে এ নিয়ে ৫টি মৌসুমে ৬০০ বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন কোহলি। এর ফলে এক মৌসুমে সবচেয়ে বেশিবার ৬০০ বা তার বেশি রানের রেকর্ড গড়েন ভারতীয় সুপারস্টার।

ভারতের রান-মেশিন নামে খ্যাত কোহলি ফিফটি হাঁকানোর দিক থেকেও সবাইয়ে ছাড়িয়ে গেছেন মঙ্গলবার। আইপিএলে এখন পর্যন্ত ৬৩টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। এতদিন ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সংখ্যক ফিফটি (৬২) হাঁকানো ব্যাটার ছিলেন কোহলি।