যে আপনার কথা শুনবে তাকেই নেতা নির্বাচিত করবেন : সারজিস

প্রথম নিউজ, অনলাইন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘যে আপনার কথা শুনবে তাকেই নেতা নির্বাচিত করবেন। আপনারা যদি দল বা মার্কা দেখে বাবা, চাচা ও দাদাদের মতো ভোট দেওয়ার প্রথা চালাতে থাকেন, তাহলে ভালো লোকগুলোর নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না।’
বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনাদের মাদক থেকে দূরে থাকতে হবে।
ধূমপান করা কোনো স্মার্টনেস নয়। সিগারেট খেলে ক্যান্সারের ঝুঁকি আছে। তারপরও যে সিগারেট খায়, সে সত্যিকারের অর্থেই সবচেয়ে বড় মূর্খতার পরিচয় দেয়।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সাদিয়া ফারজানা লিপি, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, দিনাজপুর জেলার মুখপাত্র ফয়সাল মোস্তাক, বোচাগঞ্জ প্রতিনিধি ইসমাইল হোসেন, তাফসীর প্রমুখ।