চক্ষুবিজ্ঞান হাসপাতালে জুলাই আহতদের সঙ্গে কর্মচারীদের মারামারি

চক্ষুবিজ্ঞান হাসপাতালে জুলাই আহতদের সঙ্গে কর্মচারীদের মারামারি

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জুলাইয়ে আহতরা হাসপাতালের কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আহতদের সঙ্গে যোগ দেন বহির্বিভাগে আসা রোগীর স্বজনরা।

জুলাই আন্দোলনে আহতরা বলেন, ‘হাসপাতালের স্টাফরা পাবলিক এবং তাদের ওপর হামলা করেছে।’ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম বলেন, ‘সংঘর্ষের সময় জুলাইয়ে আহত এবং রোগীর স্বজনদের হামলায় আমাদের চিকিৎসক, কর্মচারীদের অনেকে আহত হয়েছেন।’ পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

এর আগে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নার্স ও কর্মচারীরা। বুধবার সকাল ৮টা থেকে এ কর্মবিরিত শুরু হয়। এ সময় হাসপাতালের বহির্বিভাগের টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়।