ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম নিউজ, অনলাইন:  ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসাদ ওরফে বাচ্চু শেখ (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বাচ্চু শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কানাই মাতুব্বর পাড়ার বাসিন্দা।
 

আদালত সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী হিসেবে ফরিদপুরের মধুখালীর ভাটিকান্দি মথুরাপুরের বাসিন্দা মতিয়ার শেখের মেয়ে শান্তা আক্তারকে (২২) বিয়ে করেন অভিযুক্ত বাচ্চু শেখ। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রী শান্তাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলেন তিনি। এক পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এর কিছুদিন পর নিজের ভুল হয়েছে বলে ক্ষমা চেয়ে স্ত্রী শান্তাকে পুনরায় বিয়ে করেন তিনি।
এরপর ফরিদপুর জেলা সদরের দ্বিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী এলাকার এমবিএ নামক একটি এগ্রো ফার্মের মুরগির খামারে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তারা। তবে ২০২২ সালের অক্টোবর মাসে পুনরায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর স্ত্রী শান্তাকে হত্যা করে পালিয়ে যান অভিযুক্ত বাচ্চু।

এ ঘটনায় নিহত শান্তার মা জরিনা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরে ২০২৩ সালের ২৫ মার্চ অভিযান চালিয়ে অভিযুক্ত বাচ্চুকে গ্রেপ্তার করে পুলিশ।
একই বছরের ১৬ জুলাই মামলার চার্জশিট আদালতে জমা দেন তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক সুজন বিশ্বাস ও জাহাঙ্গীর আলম। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

এ দিকে অভিযুক্ত বাচ্চু শেখের বিরুদ্ধে তার প্রথম স্ত্রীকেও হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাজবাড়ী আদালতে একটি মামলা চলমান রয়েছে।

অভিযুক্তের মৃত্যুদণ্ড রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, সাক্ষী ও শুনানীর পর স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বাচ্চুকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ রায়ে আমরা সন্তুষ্ট এবং রায়ের মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।