মাস্কের স্পেসএক্সে ফের বিস্ফোরণ, ব্যর্থতার ষোলকলা পূর্ণ?

প্রথম নিউজ, অনলাইন: মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের নতুন স্টারশিপ রকেট উৎক্ষেপণ আবারও বিস্ফোরণে পরিণত হয়েছে, ব্যর্থ হয়েছে তৃতীয়বারেও। মঙ্গলবার (২৭ মে) রাতে সফলভাবে উৎক্ষেপণের পর প্রায় এক ঘণ্টা পর এটি ভেঙে পড়ে।
স্টারশিপের এটি ছিল নবম পরীক্ষামূলক উৎক্ষেপণ। যার উদ্দেশ্য ছিল স্পেসএক্সের সর্ববৃহৎ মহাকাশযানের সক্ষমতা যাচাই করা। যদিও প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক ছিল। তবে শেষ পর্যন্ত এটি সফলতার মুখ দেখেনি।
স্পেসএক্স মঙ্গলবার তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করে বলেছে, ‘এ ধরনের পরীক্ষায় সাফল্য মানে আমরা কী শিখলাম। আজকের ফ্লাইট আমাদের স্টারশিপকে আরও নির্ভরযোগ্য করতে সাহায্য করবে। কারণ স্পেসএক্সের লক্ষ্য হলো মানবজাতিকে বহুপ্লানেটারি করা’।
এর আগে, চলতি বছরের জানুয়ারি ও মার্চে স্টারশিপের দুটি উৎক্ষেপণই আকাশে বিস্ফোরণের মাধ্যমে শেষ হয়।
এরপর স্পেসএক্স ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যৌথ তদন্তের পর গত ২২ মে স্পেসএক্সকে ফের উৎক্ষেপণের অনুমতি দেয়।
সংস্থাটি জানায়, ‘রকেটের নির্ভরযোগ্যতা বাড়াতে কয়েকটি হার্ডওয়্যার পরিবর্তন করা হয়েছে’।
এদিকে স্টারশিপের সর্বশেষ এই (৯ম) উৎক্ষেপণের জন্য নির্ধারিত সময় ছিল স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টা। এটি উৎক্ষেপণ করা হয় স্পেসএক্সের প্রধান ঘাঁটি স্টারবেস থেকে। যেটি টেক্সাসের বোকা চিকা শহরে অবস্থিত।
স্টারশিপ হচ্ছে স্পেসএক্সের ভবিষ্যতের মঙ্গলগ্রহ অভিযানের মূল যান। এটি পৃথিবী ছাড়াও চাঁদ, মঙ্গল কিংবা আরও দূর গন্তব্যে মানুষ ও পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হচ্ছে।
তবে সম্প্রতি টানা তিনটি ব্যর্থতা স্পেসএক্সের জন্য বড় ধরনের ধাক্কা। বিশেষ করে যখন সংস্থাটি ২০২৭ সালের মধ্যে চাঁদে ফের মানুষ পাঠানোর জন্য নাসা’র আস্থা অর্জন করতে চাইছে।
এখন স্পেসএক্সের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে— কেন বারবার এ ধরনের ধ্বংস বা বিচ্ছিন্নতা ঘটছে, তা শনাক্ত করে আগামী উৎক্ষেপণগুলো আরও নিরাপদ ও সফল করে তোলা। সূত্র: মেহের নিউজ