আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তাকে দেখা গেছে ২০২০ সালের ডিসেম্বরে। এরপর জাতীয় দলে না থাকলেও অবসরের ঘোষণা দেননি ওয়াহাব রিয়াজ। অবশেষে ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বললেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। একটা সময় জাতীয় দলে নিয়মিতই ছিলেন ওয়াহাব। পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১ ওয়ানডে আর ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার।

টেস্টে তার নামের পাশে ৮৩ উইকেট। ওয়ানডেতে ১২০ এবং টি-টোয়েন্টিতে ৩৪ উইকেটের মালিক ওয়াহাব। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও পিএসএলের সবশেষ মৌসুমে পেশোয়ার জালমির হয়ে খেলতে দেখা গেছে ওয়াহাবকে। সাম্প্রতিক সময়ে আবার রাজনীতিতেও জড়িয়েছেন ওয়াহাব। চলতি বছরের জানুয়ারিতে পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি।

এই সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়ে ওয়াহাব বলেন, ‘আমি গত দুই বছর ধরেই অবসরের বিষয়টি নিয়ে কথা বলছি। তবে আমার লক্ষ্য ছিল ২০২৩ সালেই ক্রিকেট ছাড়ার। আমি মনে করি দেশে এবং জাতীয় দলের হয়ে খেলা ছাড়ার বিষয়ে এখনই সবচেয়ে বেশি নির্ভার বোধ করছি।’

‘আন্তর্জাতিক আঙিনায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য বড় সম্মান এবং গর্বের ছিল। এই অধ্যায়কে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন নতুন অভিযানের ব্যাপারে আমি খুবই রোমাঞ্চিত। আশা করি সেই জায়গায় আমি সবাইকে বিনোদিত করতে পারব।’