আক্তারুজ্জামান র ও জাহিদুলকে গ্রেফতারে যুবদলের নিন্দা ও প্রতিবাদ
এক বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান ।
প্রথম নিউজ, ঢাকা: নরসিংদী জেলার বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান আক্তার ও পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এক বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান ।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সারাদেশে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হওয়ায় গণঅভ্যুথানের ভয়ে পুলিশ দিয়ে অব্যাহত ভাবে জাতীয়তাবাদী রাজনৈতিক নেতাকর্মীদের গুম, খুন, গ্রেফতার অব্যাহত রেখেছে। আমরা অবিলম্বে বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান আক্তার ও পটুয়াখালী জেলার নেসারাবাদ উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করছি । অন্যথায় অবৈধভাবে যারা গ্রেফতার বানিজ্যে জড়িত তাদের অচিরেই জবাবদেহি করতে হবে,এবং এই অবৈধ স্বৈরাচারী সরকার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে আ¯তাঁকুড়ে নিক্ষিপÍ হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews