আওয়ামী দখলদারদের হাতে বন্দি ৯৫ ভাগ মানুষের অধিকার : এবি পার্টি

আওয়ামী দখলদারদের হাতে বন্দি ৯৫ ভাগ মানুষের অধিকার : এবি পার্টি

প্রথম নিউজ, ঢাকা : আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতারা বলেছেন, দেশের ৯৫ ভাগ মানুষের অধিকার আজ আওয়ামী দখলদারদের হাতে বন্দি হয়ে আছে। অথচ বৈষম্য আর অধিকারের প্রত্যয় নিয়ে দেশে মুক্তির লড়াই হয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সবকিছুই হারিয়ে গেছে নিজ দেশের আওয়ামী হানাদারদের হাতে।

শুক্রবার (২২ মার্চ) এবি পার্টির মাসব্যাপী গণ-ইফতার অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। গণ-ইফতারের ১১তম দিনে অসহায় মানুষের সঙ্গে অংশ নেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলামসহ বেশ কয়েকটি গুমের শিকার পরিবারের সদস্য।

গণ-ইফতারের পূর্ব সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি বলেন, প্রিয়জনকে হারানোর কষ্টের যেন শেষ নেই। কারণ আমরা আমাদের ভাই ও স্বজনদের কারো মৃত্যুর খবর পাইনি। জানাজা দিয়ে কারো লাশ দাফন করতে পারিনি। বছর শেষে বিশেষ কোনো দিনে দোয়ার আয়োজন করা বা কবর জেয়ারত করতে পারছি না।

এসময় এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অবৈধ সরকারের সমালোচনা করা সংবিধানসিদ্ধ হলেও বাকশালসিদ্ধ নয়। চেতনার খোলসে নির্বাচন ও ভোটকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ ইয়াহিয়া আর আইউব খানের সামরিক শাসন কায়েম করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নাগরিকদের করের টাকায় গুম, খুন ও জেলে বন্দি করা হচ্ছে। আমরা এগুলোর অবসান চাই। সেজন্য দরকার সম্মিলিত লড়াই, প্রতিবাদ ও গণআন্দোলন।

গণ-ইফতারে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, যুগ্ম সদস্য সচিব কেফায়েত হোসেন তানভীরসহ অন্য নেতারা।