আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে শাহীন নাসিম হারিস
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ভারত-নেপাল ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একদিনের আন্তর্জাতিক (ওডিআই) র্যাংকিংয়ে উন্নতি করেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ। এশিয়া কাপে পাকিস্তানের প্রথম দুটি ম্যাচে আফ্রিদি ৬ উইকেটের সৌজন্যে এ তালিকায় সামগ্রিকভাবে চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। এদিকে রউফ ২৯তম স্থান থেকে ১৪তম স্থানে এবং নাসিম শাহ ৬৮তম থেকে ১৩তম স্থানে উঠে এসেছেন।
এ ছাড়া ভারতের শুভমান গিল ও ইশান কিষাণও যথেষ্ট ভালো করেছেন। নেপালের বিপক্ষে ভারতের ম্যাচে গিল অপরাজিত থেকে ৬৭ রান করেছিলেন এবং এর ফলে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং ৭৫০ পয়েন্টে উঠে এসেছেন। এর মাধ্যমে আইসিসির শুরু থেকে এক মাসেরও কম সময়ের মধ্যে ওডিআই ব্যাটার র্যাংকিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি।
অন্যদিকে পাল্লেকেলেতে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচের সময় কিশান ৬২৪ পয়েন্ট পেয়ে ক্যারিয়ারের উচ্চপর্যায়ে পৌঁছে গেছেন।