অভিনেত্রীর মৃত্যুর খবর নিয়ে গুজব
ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা অসুস্থ হয়ে কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা অসুস্থ হয়ে কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তার শরীরের তেমন কোনো উন্নতি হচ্ছে না। ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত এই অভিনেত্রী গতকাল (১৭ নভেম্বর) হার্ট অ্যাটাক করেছেন।
এদিকে গতরাতে ঐন্দ্রিলা মারা গেছেন বলে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছে। এই নিয়ে বিরক্ত হয়ে অভিনেতা সৌরভ দাস তার ফেসবুকে লিখেছেন, ‘বেঁচে আছে এখনও, মেরে ফেলো না ওকে’। ভারতীয় গণমাধ্যম ‘এবিপি আনন্দ’তে প্রকাশিত খবরে এমনটাই জানা গেছে।
টালিপাড়ার জনপ্রিয় এ অভিনেত্রীর মৃত্যুর ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এই গুজব শুনে ঐন্দ্রিলার বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুকে নিন্দা জানিয়েছেন।
জানা গেছে, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে আবারও ভেন্টিলেশনে রাখা হয়েছে। অথচ তাকে নিয়ে রাতভর চলে বিভিন্ন গুজব।
উল্লেখ্য, এখন ঐন্দ্রিলার পাশে তার পরিবারের সদস্যদের পাশাপাশি সার্বক্ষণিক অবস্থান করছেন তার প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী। অন্যদিকে ঐন্দ্রিলার সুস্থতার জন্য পুরো টালিউড থেকে শুরু করে সাধারণ মানুষ প্রার্থনা করছেন।
গত সপ্তাহে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেত্রী। সকলের মনেই আশা জাগছিল। কিন্তু ফের অবস্থার অবনতি হওয়ায় সবাই অনেকটা হতাশ হয়ে পড়েছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews