অপু হত্যা : ৬ আসামির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় শ্রমিক লীগ নেতা অপু ইসলামকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
রিমান্ডে নিতে চাওয়া আসামিরা হলেন- মো. শাহাদাত হোসেন, মো. মোরশেদ হোসেন, মো. হামিদুল ইসলাম, সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবির।
রোববার (১১ জুন) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রনপ কুমার বিষয়টি জানিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে অপু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তারা অপুকে পাশের একটি ভবনের সাত তলায় নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দেয়। পরে একইদিন রাত ৮টার দিকে বাকি আসামিরা মীমাংসার কথা বলে অপুকে ডেকে নেয়। এরপর তারা অপুকে অকথ্য ভাষায় গালাগালি করলে অপু তার প্রতিবাদ করে। একপর্যায়ে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় অপুকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শনিবার (১০ জুন) দিবাগত রাতে নিহত অপুর বড় ভাই খোরশেদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।