Oppo A55s 5G: ওপ্পো আনল বাজেট ৫জি ফোন, দাম শুরু মাত্র ১৩ হাজার টাকা থেকে

ওপ্পো এ৫৫এস ৫জি- এর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯৯ ইউয়ান (প্রায় ১৩,১৭০ টাকা)

Oppo A55s 5G: ওপ্পো আনল বাজেট ৫জি ফোন, দাম শুরু মাত্র ১৩ হাজার টাকা থেকে
গত সপ্তাহেই ওপ্পো চীনের বাজারে Oppo A57 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে

প্রথম নিউজ, ডেস্ক : গত সপ্তাহেই ওপ্পো চীনের বাজারে Oppo A57 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। আজ আবার সংস্থাটি A-সিরিজেরই আরেক নয়া স্মার্টফোন Oppo A55s 5G- এর ওপর থেকেও চুপিসাড়ে পর্দা সরালো। এই ডিভাইসটি গত বছর নভেম্বর মাসে লঞ্চ হওয়া Snapdragon 480 প্রসেসর চালিত Oppo A55s-এর ৫জি কানেক্টিভিটি যুক্ত সংস্করণ এবং এতে চলতি বছরের জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Oppo A55 5G-এর মতো একই রকম স্পেসিফিকেশন এবং ডিজাইন রয়েছে। Oppo A55s 5G মডেলটি MediaTek Dimensity 700 চিপসেট, সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আবার এই ডিভাইসটি ৬০ হার্টজের আইপিএস এলসিডি ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করে। চলুন জেনে নেওয়া যাক Oppo A55s 5G- এর দাম এবং সকল স্পেসিফিকেশন।

ওপ্পো এ৫৫এস ৫জি-এর মূল্য এবং উপলব্ধতা (Oppo A55s 5G Price and Availability)

চীনে ওপ্পো এ৫৫এস ৫জি- এর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯৯ ইউয়ান (প্রায় ১৩,১৭০ টাকা)। অন্যদিকে এর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,৩৬৫ টাকা) নির্ধারণ করা হয়েছে। ওপ্পো এ৫৫এস ৫জি বর্তমানে চীনে ব্রিস্ক ব্লু, রিদম ব্ল্যাক এবং টেম্পারমেন্ট গোল্ডের মতো তিনটি আকর্ষণীয় কালার অপশনে কেনার জন্য উপলব্ধ রয়েছে৷

ওপ্পো এ৫৫এস ৫জি-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Oppo A55s 5G Specifications and Features)

ওপ্পো এ৫৫এস ৫জি-তে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে আছে, যার ওপরে টিয়ারড্রপ স্টাইল নচ অবস্থান করছে। এই ডিসপ্লেটি ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৪৮০ নিট ব্রাইটনেস অফার করে। এই ডিভাইসের পাওয়ার বাটনে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা হয়েছে। ওপ্পো এ৫৫এস ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত। এতে ৬ জিবি /৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ পাওয়া যাবে এবং এই হ্যান্ডসেটে স্টোরেজ সম্প্রসারণের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে।

ফটোগ্রাফির জন্য Oppo A55s 5G- এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত। আর সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A55s 5G- এ একটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা শুধুমাত্র ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালার ওএস ১১.১ (ColorOS 11.1) কাস্টম স্কিনে রান করে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom