৬০ কিলোমিটার ধাওয়া করে গরুচোর ধরলো পুলিশ
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গোলাম সবুর এসব তথ্য জানান।
প্রথম নিউজ, নীলফামারী: মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে নীলফামারী সদর উপজেলার কচুয়া অচিনতলা এলাকার বাসিন্দা আমিনুর রহমানের একমাত্র গরুটি চুরি হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান। সে অনুযায়ী চেকপোস্ট বসিয়ে ৬০ কিলোমিটার ধাওয়া করে গরুসহ তিন চোরকে আটক করে পুলিশ।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গোলাম সবুর এসব তথ্য জানান।
জানা গেছে, সম্প্রতি নীলফামারীতে গরুচুরি বেড়ে যাওয়ায় রাতে বিশেষ টহল পরিচালনা করে আসছে জেলা পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে গরুচুরির বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে নীলফামারী-সৈয়সপুর সড়কের ঢেলাপীর বাজারে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যানকে থামার নির্দেশ দিলে চালক তা অমান্য করে সৈয়দপুরের দিকে যেতে থাকেন। সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের চারটি টিম চারদিক থেকে পিকআপটিকে ধাওয়া করে। পরে ৬০ কিলোমিটার দূরে রংপুরের সাতমাথা এলাকা থেকে চুরি হওয়া গরুসহ আন্তঃজেলা গরুচোর চক্রের ৩ জন সদস্যকে আটক করে পুলিশ।
আটক তিন চোর হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার খায়রুজ্জামানের ছেলে মো. বাবুল (৩২), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আহাদ আলীর ছেলে ওয়াসিম খান (২২) ও নাটোর জেলার সিংড়া থানার মনতাজ আলির ছেলে মো. নাসির (২৪)। গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও জুয়ার মামলা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, গরু চুরি হয়েছে খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরের নেতৃত্বে ওয়াবদা মোড় থেকে রংপুর, দিনাজপুর, পার্বতীপুর ও পোড়াহাট রুটে চারটি টিম ভাগ হয়ে সন্দেহভাজন সাদা রঙের পিকআপটিকে ধরার জন্য অভিযান পরিচালনা করি। পরে রংপুরের সাতমাথা এলাকায় গিয়ে চুরি হওয়া গরু, পিকআপ ও আন্তঃজেলা গরুচোর চক্রের তিন সদস্যকে আটক করি। তাদের অনেকবার সিগন্যাল দিলেও তারা গাড়ি থামায়নি। ফলে তাদের আটক করা অনেক কষ্টসাধ্য ছিল।
পুলিশ সুপার গোলাম সবুর জানান, আটকের পর গরুর মালিক শনাক্ত করলে আদালতের নির্দেশে তাকে গরু ফিরিয়ে দেওয়া হয়েছে। মালিকের দায়ের করা মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। গরুচুরি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, মোস্তফা মঞ্জুর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি রওশন কবীরসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে চুরি হওয়া একমাত্র গরুটি ফেরত পেয়ে খুশি নীলফামারী সদর উপজেলার কচুয়া অচিনতলা এলাকার বাসিন্দা আমিনুর রহমান।