৫ শত বছর আগের ডুবে যাওয়া জাহাজে মিলল মশলা, মান এখনো অটুট
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডেনমার্ক এবং নরওয়ের রাজা হ্যান্সের মালিকানাধীন জাহাজটি সুইডেনের বাল্টিক সাগরে ডুবে গিয়েছিল।
প্রথম নিউজ, অনলাইন: পাঁচশত বছর আগে সুইডেনের বাল্টিক সাগরে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ থেকে মশলার সন্ধান পাওয়া গেছে। মরিচ, আদাসহ অন্যান্য মশলা রয়েছে। এসব মশলার মান এখনো অটুট রয়েছে। লুন্ড ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী ব্রেন্ডন ফোলির নেতৃত্বে পরিচালিত খননকার্যে পলিতে চাপা পড়া অবস্থায় ওই মশলা পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডেনমার্ক এবং নরওয়ের রাজা হ্যান্সের মালিকানাধীন জাহাজটি সুইডেনের বাল্টিক সাগরে ডুবে গিয়েছিল। রাজা সুইডেনের উপকূলে একটি রাজনৈতিক সভায় যোগদান করতে যাওয়ার সময় জাহাজটিতে আগুন ধরে ডুবে গিয়েছিল বলে মনে করা হয়।
প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, ১৪৯৫ সাল থেকে রনেবির উপকূলে পড়ে আছে। ওই জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে থেকে খুব ভালোভাবে সংরক্ষিত অবস্থায় কিছু মসলা পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে মরিচ ও আদা। লুন্ড ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী ব্রেন্ডন ফোলির নেতৃত্বে খননকার্য চালানো হয়। তিনি বলেন, কিন্তু এই ধরনের মশলা খুঁজে পাওয়া বেশ চমকপ্রদ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: