মৌলভীবাজারে বিএনপির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, আহত ২০

মৌলভীবাজারে বিএনপির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে

মৌলভীবাজারে বিএনপির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, আহত ২০
মৌলভীবাজারে বিএনপির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, আহত ২০

প্রথম নিউজ, মৌলভীবাজার : মৌলভীবাজারে বিএনপির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এম নাসের রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের কোর্ট রোডস্থ কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বিএনপির মানববন্ধনের প্রস্তুতি চলাকালে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের সদস্য সচিব জসিম তালুকদারসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় ২০ জন আহত হন। পরে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচজন আহত হন। সংঘর্ষ চলাকালে দুটি গাড়ি ভাঙচুর করা করা হয়।

আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে শনিবার (১১ মার্চ) সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: