৪ কোটি টাকার জমি কিনবে আরডি ফুড

৪ কোটি টাকার জমি কিনবে আরডি ফুড

প্রথম নিউজ, রংপুর : রংপুরে ২০৩ ডেসিমেল জমি কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড (আরডি ফুড)।

২০১১ সালে তালিকাভুক্ত কোম্পানিটির সর্বশেষ পর্ষদ সভায় ৪০৬ লাখ টাকা দিয়ে এই জমি কেনার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ৪ কোটি ৬ লাখ টাকা দিয়ে জমি কেনা হবে। এর সঙ্গে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচও দিতে হবে। 


রোববার (১১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, নতুন কেনা কোম্পানির জমিতে কারখানা সম্প্রসারণ ও ভবিষ্যতে ভবন নির্মাণের কাজে ব্যবহৃত হবে।

সর্বশেষ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। তার আগের বছর ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ (নগদ ও বোনাস) লভ্যাংশ দেওয়া হয়। 


আজ (রোববার) দিনের শুরুতে কোম্পানিটির শেয়ার মূল্য ছিল ৫৪ টাকা। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৭কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৯৫৭টি।