১৯ বছর পর ফতুল্লায় বিএনপির কাউন্সিল : সভাপতি টিটু, সম্পাদক আব্দুল বারী
আজ মঙ্গলবার সকালে ফতুল্লার পাগলা দেলপাড়া মীরকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : দীর্ঘ ১৯ বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াদ মোহাম্মদ চৌধুরী নির্বাচিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ফতুল্লার পাগলা দেলপাড়া মীরকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। সকাল ৯টা থেকেই ফতুল্লা থানা বিএনপির আওতাধীন পাঁচটি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে হাজির হতে থাকে। সকাল ১০টার মধ্যেই নেতাকর্মীরা সম্মেলন মঞ্চে হাজির হয়। ১১টার দিকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করেন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন।
ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা, যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল আহম্মেদ।
এ ছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সদস্য রুহুল আমিন শিকদার, নজরুল ইসলাম মাতবর, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সালাউদ্দিন রানা, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী, থানা স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।