জুতো পরা নিষিদ্ধ, খালি পায়েই চলেন গ্রামের সবাই! এভাবেই চলছে ৩০০ বছর
দক্ষিণ ভারতের এই রাজ্যের ভেল্লাগাভি গ্রামটি গহীন অরণ্যের একটি দুর্গম অঞ্চলে অবস্থান করছে।
গ্রামটির প্রবেশদ্বারে বড়ো বড়ো অক্ষরে লেখা রয়েছে এই বিজ্ঞপ্তি। গ্রামে ঢুকতেই এই বিজ্ঞপ্তি দেখেই প্রশ্ন জাগবে, কেন এমন লেখা রয়েছে? তবে কি কোনো দেবগৃহ বা মন্দিরে প্রবেশ করতে চলেছেন তাঁরা। না কোনো দেবগৃহ বা মন্দিরে তাঁরা প্রবেশ করছেন না, প্রবেশ করছেন গ্রামে!
আর এই নিষেধাজ্ঞা গভীর বিশ্বাসের সঙ্গে মেনে আসছেন গ্রামের বাসিন্দারা। এই গ্রামের ঠিকানা তামিলনাড়ুতে। তামিলনাড়ুর ভেল্লাগিভি গ্রামের এই জুতো পরা নিষিদ্ধের কাহিনি বেশ চমকপ্রদও। কেউই এখানে জুতো বা স্যান্ডেল কিছুই পরেন না এই ফ্যাশনের যুগে। তাহলে কেন জুতো খুলে প্রবেশ করার কথা ফলাও করে লেখা রয়েছে? আসলে পুরো গ্রামটিকেই মন্দির বা দেবস্থান বলে মনে করেন গ্রামবাসীরা। যেমন দেবস্থানে জুতো পরে প্রবেশ নিষিদ্ধ, তেমনই এ গ্রামেও জুতো পরে প্রবেশাধিকার নেই কারো। গ্রামের কোনো মানুষই এখানে জুতো পরেন না।