শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা অধিকার চত্ত্বরে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

রবিবার সকালে হাইকোর্টে সামনে শিক্ষা অধিকার চত্ত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা অধিকার চত্ত্বরে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

প্রথম নিউজ, ঢাকা: মহান শিক্ষা দিবস উপলক্ষে শহীদ ছাত্রদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রবিবার সকালে হাইকোর্টে সামনে শিক্ষা অধিকার চত্ত্বরে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম তারিক, নাসির উদ্দিন শাওন, রাজু আহম্মদ, আব্দুল হান্নান তালুকদার, নাহিদুজ্জামান শিপন, তারেক হাসান মামুন, আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ মীর সাদ্দাম, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের জৈষ্ঠ্য সহ-সভাপতি আবিদ আল হাসান, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-প্রচার সম্পাদক আহসান হাবিব রায়হান, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুজার গিফারি ইফাদ, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ ঢাবির বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ। 

উল্লেখ্য যে, তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সঙ্কোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ১৯৬২ সালের ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত দিন ১৭ সেপ্টেম্বর। পাকিস্তানি শাসকদের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকেই। নাম না জানা সেই আত্মত্যাগীদের স্মরণ করতেই এই দিনটিকে পালন করা হয় শিক্ষা দিবস হিসেবে।