১৭৬ কোটি টাকা আত্মসাৎ, সাত্তারকে জামিন দেননি হাইকোর্ট
১৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের (এবি) কর্মকর্তা আব্দুস সাত্তারকে জামিন দেননি হাইকোর্ট।
প্রথম নিউজ, ঢাকা: বুধবার (১ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন খারিজ করে দেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের জুনে কথিত এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলী এবং এবি ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম আহমেদ ও মসিউর রহমানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরশাদ আলী নামের এক ব্যক্তি এবি ব্যাংকের কাকরাইলের শাখা থেকে পদ্মা রেলসেতু প্রকল্পে পাথর সরবরাহের ছয়টি ওয়ার্ক অর্ডার দেখিয়ে ১৬৬ কোটি ১৮ লাখ টাকা ঋণ নেন। ওয়ার্ক অর্ডারসহ সংশ্লিষ্ট কাগজপত্র কোনোরকম যাচাই-বাছাই ছাড়াই এ ঋণ দেন ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews