বাবুল-ইলিয়াছের বিরুদ্ধে পিবিআই কর্মকর্তা নাইমার মামলা

সোমবার বিকেলে পুলিশ  ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে খুলশী থানায়  এই মামলা দায়ের করা হয়। তবে বুধবার বিকেলে বিষয়টি  প্রকাশ্যে আসে।

বাবুল-ইলিয়াছের বিরুদ্ধে পিবিআই কর্মকর্তা নাইমার মামলা

প্রথম নিউজ, চট্টগ্রাম: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) প্রধান বনজ কুমারের পর এবার সংস্থাটির চট্টগ্রাম মেট্রো প্রধান নাইমা সুলতানা বাদী হয়ে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াছ হোসাইনসহ ৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন।
সোমবার বিকেলে পুলিশ  ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে খুলশী থানায়  এই মামলা দায়ের করা হয়। তবে বুধবার বিকেলে বিষয়টি  প্রকাশ্যে আসে।

মামলার আসামিরা হলেন- সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, তার বাবা আব্দুল ওয়াদুদ মিয়া, ছোট ভাই হাবিবুর রহমান লাবু ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসাইন। বনজ কুমারের মামলায়ও তারা আসামি ছিলেন। এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সন্তোষ কুমার  বলেন, মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের ঘটনায় পিবিআই  চট্টগ্রাম মেট্রো সুপার নাইমা সুলতানা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, ইলিয়াছ হোসাইন, বাবুল আক্তারের বাবা ও ছোট ভাইকে আসামি করা হয়।

উল্লেখ্য,  বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে বনজ কুমার মজুমদারের বিরুদ্ধে বাবুলকে রিমান্ডে নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগ আনেন তিনি। এছাড়া নাইমা সুলতানার চরিত্র হনন করে বিভিন্ন বক্তব্য দেয়া হয়। এই ঘটনার জেরে পিবিআই  প্রধান বনজ কুমার বাদী হয়ে  বাবুল আক্তার, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাংবাদিক ইলিয়াছ হোসাইন,  বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবু ও  বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। পরে গত ১৩ই অক্টোবর বাবুল আক্তারের ছোটভাই আইনজীবী হাবিবুর রহমান এবং পিতা আব্দুল ওয়াদুদ মিয়া উচ্চতর আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom