সাংবাদিক আমির খসরু’র মা সিতারা হালিম হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ১

শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে অভিযান চালিয়ে শুক্কুর আলীকে (৩৭) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাংবাদিক আমির খসরু’র মা সিতারা হালিম হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ১

প্রথম নিউজ, পিরোজপুর: পিরোজপুরে ভয়েজ অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু’র মা সেতারা হালিম হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি শুক্কুর আলী হাওলাদারকে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে অভিযান চালিয়ে শুক্কুর আলীকে (৩৭) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্কুর আলীর বাড়ি ইন্দুরকানী উপজেলার চরগাজীপুর এলাকায়। তার বাবার নাম হাবিব হাওলাদার।

পিরোজপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, হত্যাকাণ্ডের পরে দির্ঘদিন চেষ্টা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের পাশেই শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে শুক্কুর আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আসামি শুক্কুর আলী একজন দিনমজুর। সে সেতারা হালিমের বাসায় দিনমজুরের কাজ করতে গিয়ে ৫০০ টাকা পেতো। কয়েকদিন পরে পাওনা টাকা চাইতে গেলে সেতারা বেগম টাকা না দিয়ে খারাপ ব্যবহার করেন। এতে শুক্কুর জেদের বশবর্তী হয়ে অন্য আসামির সঙ্গে পরিকল্পনা করে স্যালাইনের পাইপ গলায় পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।

অভিযুক্তরা হত্যাকাণ্ড শেষে সেতারা হালিমের বাসায় থাকা সোনার কয়েক ভরি গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় বলেও এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, আসামি শুক্কুর আলী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ‘সেতারা হালিম হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। আমরা একজন আসামি গ্রেফতার করে আদালতের পাঠিয়েছি।’

উল্লেখ্য,গত ১৬ মে সকালে শহরের সিআই পাড়া এলাকা থেকে সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৭ মে আমির খসরু বাদী হয়ে পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom