আব্রাহাম লিংকনের রক্তাক্ত গ্লাভস বিক্রি হলো চোখ ধাঁধানো দামে

আব্রাহাম লিংকনের রক্তাক্ত গ্লাভস বিক্রি হলো চোখ ধাঁধানো দামে

প্রথম নিউজ, অনলাইন:   মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক নিদর্শনগুলো সম্প্রতি এক নিলামে বিক্রি হয়েছে অভাবনীয় দামে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল হত্যাকাণ্ডের শিকার হওয়ার সময় লিংকনের পকেটে থাকা রক্তাক্ত চামড়ার গ্লাভস।

শিকাগোতে ফ্রিম্যান’স/হাইন্ডম্যান নিলামঘরে আয়োজিত এই নিলামে প্রেসিডেন্ট লিংকনের ১৪৪টি নিদর্শনের মধ্যে ১৩৬টি বিক্রি হয়েছে। এসব নিদর্শন বিক্রির মূল উদ্দেশ্য ছিল লিংকন প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশনের ৮ মিলিয়ন ডলারের ঋণ শোধ করা।
 

এই নিলাম থেকে মোট ৭.৯ মিলিয়ন ডলার সংগ্রহ করতে পেরেছে ফ্রিম্যান’স/হাইন্ডম্যান। যার মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ১৪ এপ্রিল ১৮৬৫ সালে হত্যাকাণ্ডের সময় লিংকনের পকেটে থাকা রক্তাক্ত গ্লাভসটি। ক্রেতার ফি সহ যা বিক্রি হয়েছে ১ দশমিক ৫২ মিলিয়ন ডলারে! 

এছাড়া লিংকনের সঙ্গে থাকা দুইটি রুমালের একটি বিক্রি হয়েছে ৮ লাখ ২৬ হাজার ডলারে। একই সঙ্গে নিলামে বিক্রি হয়েছে একটি দুর্লভ ‘ওয়ান্টেড’ পোস্টার, যাতে লিংকন হত্যাকাণ্ডে অভিযুক্ত জন উইল্কস বুথ ও তার সহযোগীদের ছবি ছিল।
পোস্টারটির দাম উঠেছে ৭ লাখ ৬২ হাজার ৫০০ ডলার। 

নিলামে আরও ছিল ১৮২৪ সালে লিংকনের লেখা প্রাচীনতম হস্তলিপির নমুনা, যা বিক্রি হয়েছে ৫ লাখ ২১ হাজার ২০০ ডলারে। 

নিলামের বিষয়ে লিংকন প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে ফাউন্ডেশনের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, নিলাম থেকে প্রাপ্ত অর্থ ঋণ পরিশোধে ব্যবহার করা হবে এবং বাড়তি অর্থ তাদের ফাউন্ডেশনের বিভিন্ন দুর্লভ সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শনী ব্যয়ে খরচ করা হবে।

উল্লেখ্য, ২০০৫ সালে উদ্বোধন হওয়া আব্রাহাম লিংকন প্রেসিডেনশিয়াল লাইব্রেরি ও জাদুঘর লিংকনের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে।