হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগ: ১২ নেতার বিরুদ্ধে মামলা
ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। বুধবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম জোটের আধাবেলা হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তিনটি ছাত্র সংগঠনের ১২ নেতার বিরুদ্ধে মামলা করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চ নামের এক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। বুধবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, মামলার কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। মামলায় আসামি করা হয়েছে- ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সহসভাপতি অনিক রায়, সহসভাপতি জহরলাল রায়, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার, সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী, সহসাধারণ সম্পাদক মেঘমাল্লার বসু; ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ; ছাত্র ফেডারেশনের (গণসংহতি) সভাপতি গোলাম মোস্তফা; বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবীর ও বর্তমান সাধারণ সম্পাদক দিলীপ রায়কে।
এজাহারে বলা হয়, ২৮ মার্চ বাম জোটের ডাকা হরতালে আসামিরা ‘বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার পুড়িয়ে অবমাননাসহ জনমনে ভীতি সঞ্চার’ করে। সোহরাওয়ার্দী উদ্যানে জয়বাংলা জয়োৎসব অনুষ্ঠানের প্রচারের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ওই ব্যানার সেখানে টাঙানো হয়েছিল। আসামিরা মানুষের যাতায়াত ও যান চলাচলে বাধা দিয়ে দিয়ে ‘জননিরাপত্তার ব্যপাক বিঘ্ন ঘটায়’ এবং ‘ভাঙচুর, অগ্নিসংযোগ ও আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীর কাজে বাধা দিয়ে অস্থিতিশীল পারিস্থিতি সৃষ্টি করে’ বলেও অভিযোগ আনা হয়েছে মামলায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews